মেঘের গুড়ো
ওইদিকে দেখ।ওই যে দূরে!
কীসব যেন যাচ্ছে উড়ে!
মেঘের গুড়ো? না তা তো নয়।
ময়ূরপঙ্খী! ঠিক বোঝা যায়।
ওইদিকে দেখ! জাহাজ, লাটিম
আর ওই দিকে উড়ছে কাছিম।
কোত্থেকে যে আসছে উড়ে!
যাচ্ছে আবার কোন সুদূরে?
প্রশ্ন করবি?দেখিই করে।
ওই তো দেখ এক
হাটু ভাঙা বৃদ্ধ উড়ে।
বৃদ্ধ নানা, তোমরা কারা?যাচ্ছো কোথায়? মেঘের গুড়ো। স্বপ্ন পেলাম, ছুটছি সেথাই।
মোদের নেবে? মেঘ হতে চাই
ইচ্ছে যেথায় যাবো সেথায়।
মেঘ হতে চাও?হাসি আছে?
স্বপ্নের কাছে।
স্বপ্ন কোথায়?
হারিয়ে গেছে।
খুঁজে আনো?
যায়না পাওয়া।
গড়বে নতুন?
ইচ্ছে হাওয়া।
মেঘ হওয়ার যে শর্ত এসব।
লাগবে হাসি,
হতে হবে স্বপ্নভাসী,
লাগবে দুটো ইচ্ছে ডানা,
যাদের কোথাও রয় না মানা।
বড্ড কঠিন!মোদের দ্বারা সম্ভবই না।
তুমি বরং যাও উড়ে যাও,
আমরা কেউ আর মেঘ হবোনা।
আমরা বরং তারা হবো,
মেঘ ছাড়িয়ে, আকাশ মাড়িয়ে,
অলস স্থির মৃত্যু হবো।
কীসব যেন যাচ্ছে উড়ে!
মেঘের গুড়ো? না তা তো নয়।
ময়ূরপঙ্খী! ঠিক বোঝা যায়।
ওইদিকে দেখ! জাহাজ, লাটিম
আর ওই দিকে উড়ছে কাছিম।
কোত্থেকে যে আসছে উড়ে!
যাচ্ছে আবার কোন সুদূরে?
প্রশ্ন করবি?দেখিই করে।
ওই তো দেখ এক
হাটু ভাঙা বৃদ্ধ উড়ে।
বৃদ্ধ নানা, তোমরা কারা?যাচ্ছো কোথায়? মেঘের গুড়ো। স্বপ্ন পেলাম, ছুটছি সেথাই।
মোদের নেবে? মেঘ হতে চাই
ইচ্ছে যেথায় যাবো সেথায়।
মেঘ হতে চাও?হাসি আছে?
স্বপ্নের কাছে।
স্বপ্ন কোথায়?
হারিয়ে গেছে।
খুঁজে আনো?
যায়না পাওয়া।
গড়বে নতুন?
ইচ্ছে হাওয়া।
মেঘ হওয়ার যে শর্ত এসব।
লাগবে হাসি,
হতে হবে স্বপ্নভাসী,
লাগবে দুটো ইচ্ছে ডানা,
যাদের কোথাও রয় না মানা।
বড্ড কঠিন!মোদের দ্বারা সম্ভবই না।
তুমি বরং যাও উড়ে যাও,
আমরা কেউ আর মেঘ হবোনা।
আমরা বরং তারা হবো,
মেঘ ছাড়িয়ে, আকাশ মাড়িয়ে,
অলস স্থির মৃত্যু হবো।
মেঘের গুড়ো
Reviewed by Md Tanjir Hossain
on
June 17, 2020
Rating: 5
Reviewed by Md Tanjir Hossain
on
June 17, 2020
Rating: 5
