আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড



Those who are better problem solvers are not necessarily more genius. They only attack the problems just like mad dogs
-Dr. Mahbub Majumdar

প্রাক-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাণিতিক উৎকর্ষতা প্রমানের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লড়াইয়ের মঞ্চ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। যার যাত্রা ১৯৫৯ সালে মাত্র সাতটি দেশের অংশগ্রহনে রোমানিয়ায় শুরু হয়
এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বের সকল গণিত প্রেমিদের কাছে। এর ফলাফল গ্রহণযোগ্যতা অর্জন
করে সারাবিশ্বের তালিকায় সবচেয়ে উঁচুতে থাকা সকল বিশ্ববিদ্যালয়গুলোর কাছে এবং বর্তমানে প্রতিবছর সারা
বিশ্বের ১০০ টি দেশ এর প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করে থাকে,যাদেরকে বাছাই করা হয় প্রতিটি দেশের
জাতীয় গণিত অলিম্পিয়াডের কঠিন এবং দীর্ঘ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হয়ে থাকে। এ আয়োজনের মূল পর্ব অর্থাৎ
গাণিতিক উৎকর্ষের পরীক্ষা হয়ে থাকে দুইদিনব্যাপী এবং সমাধান করতে হয় ছয়টি একদম নতুন গাণিতিক
সমস্যা। প্রতিটি সমস্যা সমাধানের জন্য থাকে সাত পয়েন্ট এবং কেউ পূর্ণ সমাধান না করে আংশিক সমাধান
করতে পারলে তার জন্য থাকে পার্শিয়াল মার্কিং এর ব্যবস্থা। প্রতিদিন তিনটি সমস্যা সমাধানের জন্য সময়
দেয়া হয় সাড়ে চার ঘণ্টা করে। গাণিতিক সমস্যাগুলো গণিতের বিভিন্ন শাখা থেকে দেয়া হয় যার মধ্যে প্রাধান্য
পায় জিওমেট্রি , নাম্বার থিউরী , এলজেব্রা ও কম্বিনেটরিক্স। কাট-অফ নাম্বারের ভিত্তিতে ১ঃ২ঃ৩ অনুপাতে
অর্ধেকের কম শিক্ষার্থীদের যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল ও এচিভমেন্ট সার্টিফিকেট দিয়ে পুরষ্কৃত করা
হয়। এছাড়াও যারা কোনো পুরষ্কার পায়নি অথচ কোনো একটি সমস্যার সমাধানে পুরো সাত নাম্বার অর্জন
করতে পেরেছে তাদেরকে দেয়া হয় অনারেবল মেনশন স্বীকৃতি।

No comments:

Powered by Blogger.