তবুও আমরা ভালবেসেছিলাম

কুয়াশায় ভেজা গাড়ির কাচ ,উর্মি বিলাসী বালিয়াড়ি ,
শতবর্ষী গাছের কান্ড কিংবা কোনো ঝরণা তলের পাথর ,
কেউই আমাদের ভালবাসার চিহ্ন জমা রাখেনি ,
তবুও আমরা ভালবেসেছিলাম।

শীতের সকালের প্রথম আলো, বসন্তের দখিনা হাওয়া,
পাখিদের কলকাকলি কিংবা অস্পর্শী জোৎস্নার আলো ,
কেউই আমাদের ভালবাসার গল্প মনে রাখেনি ,
তবুও আমরা ভালবেসেছিলাম ।

আমাদের হয়ত একসাথে চার পা ও হাটা হয়নি,
একসাথে হয়ত কোনো গানে সুর মেলানো হয়নি ,
চোখেচোখ রেখে আমরা হয়ত ভুলতে পারিনি সময় ,
হাতেহাত রেখে হয়ত কখনো বলতে পারিনি ভালবাসি ,
তবুও আমরা ভালবেসেছিলাম ।

আমরা ভালোবেসেছিলাম বলেই এখনো চাই,
মুছে যাওয়া চিহ্নগুলো আবার খুজে নিতে।
আমরা ভালোবেসেছিলাম বলেই এখনো চাই,
পুরনো গল্পটায় আরও কিছু শব্দ জুড়ে দিতে।
একসাথে কয়েক পা হাটতে চাই এখানো,
এখনো চাই একসাথে একটা গানের সুর মেলাতে ,
তোমার চোখে চোখ রেখে সময়ের স্রোত থেকে বেড়িয়ে যেতে চাই এখনো |
আমরা ভালোবেসেছিলাম বলেই এখনো চাই,
তোমার হাতেহাত রেখে বারংবার বলে যেতে ,
ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালবাসি।

No comments:

Powered by Blogger.