YES BOSS (1997)


"I'll make the earth into the sky,
I'll decorate it with stars,
If you say so."

নব্বই দশকের এই উপমহাদেশের মুভিখোরদের অন্যতম প্রিয় জুটি শাহরুখ-জুহি। রঙ্গিন জগতে জুহি চাওলার আলোচনা তুলনামূলক কমে গেলেও শাহরুখ খানকে এখনো একনামে চেনা কিং খান হিসেবেই। কিং খানের প্রশংসা সেই ছোটোবেলা থেকে শুনে এলেও কখনোই তার অভিনয় শিল্পের প্রতি মুগ্ধতা কাজ করেনি। সবসময় মনে হয়েছে ওভাররেটেড। কোনো একটা মুভি দেখার সময় যদি সেই গল্পের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার পরিবর্তে যদি প্রতিক্ষণে নায়ক মহাশয় বুঝিয়ে দিতে থাকে এটা আমার অভিনয় প্রতিভা, তাহলে বিরক্ত লাগতেই পারে কারো কারো। আমারো তাই বিরক্তই লাগে কিছুটা। কোয়ারেন্টিনের অফুরন্ত অবসরে অন্যকিছু না পেয়ে শেষমেশ কিছুটা অবহেলার সাথেই দেখা শুরু করেছিলাম, আজিজ মির্জার নির্মিত ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত মুভি 'YES BOSS'। গল্পটা আর দশটা ভাগ্যান্মেশনে বের হওয়া যুবকের গল্পের মতোই। নিজের একটা এড এজেন্সি বানানোর স্বপ্নে বিভোর যুবক রাহুল জোসির বেশে শাহরুখ খান আর গল্পের নায়িকা মডেলিং করে নিজের ভাগ্য রেখাকে সমুন্নত রাখার ব্রত নেয়া সীমা কামুরের বেশে জুহি চাওলা। ঘটনাক্রমে দেখা এই গল্পের দুই মূল চরিত্রের। এরপর প্রেম? নাহ, রাহুল জোসীর একটাই কথা, "আমার হৃদয়টা খুবই ছোটো। এখানে মেয়েদের জায়গা দিলে স্বপ্নের জায়গা হবেনা।" তবে, তাদের মাঝে গড়ে ওঠে বন্ধুত্ব। তারপর নানান ঘটন-অগঠনের মাঝ দিয়ে যেটা হয়, শাহরুখ খানের প্রতি আমার বিরক্ত অনেকটাই উবে যায়। হয়তো এটা শাহরুখ খানের সেরা কর্ম না, কিন্তু তার অন্য যেকোনো সেরা কাজ থেকে এটা আমার কাছে ভীষন ভালো লেগেছে। আর, শুধু নায়কের কথা বলে চলে গেলে নায়িকা মহাশয়ারে অভিমানে গাল ফুলোবেন না, তাতো নয়। জুহি চাওলার অভিনয় আমাকে যথেষ্ট আকৃষ্ট করেছে, বলতে বাধ্য। এরকম প্রাণবন্ত হাসির দেখা পাওয়া হয়ে ওঠেনা সাধারনত। আরেকটা কথা না বললেই নয়। মুভির গানগুলো বেশ ভালো লেগেছে। এরমধ্যে Main Koi Aisa Geet Gaoon অন্যতম।
ভালোবাসা ও ভালোলাগার বন্ধুত্বগুলো ভালো থাকুক। 

Movie Name: YES BOSS
Genre: Comedy, Drama, Musical, Romance
IMDB Rating: 6.8
Personal Rating: 7.6

No comments:

Powered by Blogger.