মেঘে ঢাকা তারা

জনরাঃ ড্রামা আইএমডিবিঃ ৮/১০
Meghe Dhaka Tara - Wikipedia


বড় মেয়ে নীতার(সুপ্রিয়া দেবী) টিউশনির টাকার উপর অনেকটাই নির্ভর করে তাদের ছয় সদস্যের দরিদ্র পরিবার। বৃদ্ধ বাবা স্কুলে পড়ায়। ব্যাগাবন্ড বড় ভাই শংকরের(অনিল চট্টোপাধ্যায়) সংসারে মন নেই। উচ্চাঙ্গ সংগীত চর্চা করে এবং বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখে। ছোট ভাইবোন গীতা ও মন্টু। পরিবারের খরচ ও সবার আবদার মেটাতেই নীতার সঞ্চয় শেষ হয়ে যায়। নিজের প্রয়োজনের কদর ও সে করে না। নীতার প্রেমিকা সনৎকেও আর্থিকভাবে সাহায্য করতে হয় তাকে; সনৎ চাকরি না করে যেন পিএচডি করে।

কিন্তু, গল্পের মোড় ঘুরতে থাকে। নীতার বাবা অসুস্থ হয়ে পড়ে। নীতাকে নিতে হয় চাকরি। শংকর বাড়ি ছাড়ে বোম্বের উদ্দেশ্যে। মন্টু চাকরি নিয়ে বাসা ছাড়ে। সনৎ নীতার জন্য অপেক্ষা করে না; বিয়ে করে গীতাকে। নীতা চোরাবালির মতো সব দুঃখই নিজের মাঝে চেপে রাখে। যক্ষ্মা হয়, তবুও সংসারের হাল ছাড়ে না। দ্বায়িত্ব নামের যে বোঝা নিঃস্বার্থভাবে নীতা সারাজীবন বয়ে বেড়ালো, একসময় সে নিজের জন্য বাঁচতে চায়। খুব করে বাঁচতে চায়।

No comments:

Powered by Blogger.