পথের অন্ত

মৃত্যপুরীতে মৃতের মিছিল বেড়ে যায়,
মেঘের সাদায় দুঃখের ছায়ার কালিমা মেখে
সময় এক নাম পায়,"অশুভ" ।
এই অশুভ সময়েই কে যেন খুঁজে ফিরে পুরনো হাসিমুখ,
আলোক নদীর ঝংকার দেখে যে হাসিমুখ কবিতা লিখেছিল,
মেঘের ডানায় ভর দিয়েই যে চেয়েছিল জীবন কাটিয়ে দিতে,
ধানের পাতার একটি মুক্তো যে রেখেছিল নিজের হাতেও,
কে যেন আবার ফিরে পেতে চায় সেই হাসিমুখ।

কে যেন খুঁজে ফিরে পুরনো স্বপ্ন,
ভর না হয়ে যে স্বপ্নে বাহন হওয়া যেত,
প্রতিটি মাটির বুকেই ছায়া ফেলে আসা হত,
অসীম হতে ঝাপ দিয়ে হারানো যেত অতল অসীমে,
কে যেন আজও ফিরে পেতে চায় সেই স্বপ্ন।

কে যেন আজও খুঁজে ফিরে নতুন ভোরের আলো,
সাথে খোঁজে বাদুড়ের ডানা,
যদি আলো না পায় তবু যেন থামতে না হয়।
পথের যে এখনো অনেক বাকি।
সে হয়ত জানে আঁধার মানেই পথের অন্ত
নয়,
পথের অন্ত পথের শেষেই রয়।

No comments:

Powered by Blogger.