বাস্তুশাপ (২০১৬)

বাস্তুশাপ (২০১৬)

সম্পর্কিত ছবি

পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায়
জনরা: ড্রামা
আইএমডিবি: ৬.৫
ব্যাক্তিগত : ৬

সংসার পরিপূর্ণ থাকা সত্বেও সুখ নেই, এজন্য বাড়ির বাস্তু সংশোধনের জন্য অর্জুন (আবীর চট্টোপাধ্যায়) বাস্তুশাস্ত্রবিদ কুশল (পরমব্রত চট্টোপাধ্যায়) ও তিমির (কৌশিক গঙ্গোপাধ্যায়) কে আমন্ত্রণ জানায়। স্ত্রী বন্যা (রাইমা সেন) ও দিদি (চূর্ণী গাঙ্গুলি) আপত্তি করতে পারে বলে বাল্যবন্ধুর পরিচয়ে বাড়িতে নিয়ে যান।


কুশল ও বন্যা পূর্বপরিচিত ছিল। এক দুর্ঘটনায় অর্জুন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। কুশলের স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হাসপাতালেই তাদের পরিচয় হয় এবং একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
কাহিনী প্রবাহে বুঝা যায়, বাড়িতে দুটি বাস্তুশাপ আছে। একজন হলো, অর্জুনের দিদি যার স্বামী ও সন্তান একই দুর্ঘটনায় মারা যায় এবং আরেকটি হলো অর্জুনের প্রতি বন্যার সুপ্ত ভালোবাসা।
পরিশেষে, কৌশিক উভয় বাস্তুশাপকেই বাড়ি থেকে বের করে আনে।
মোটে মাত্র পাঁচটি চরিত্র নিয়ে এই চলচ্চিত্র। গল্পটা সুন্দর, কিন্তু ঠিক চলচ্চিত্রের প্লট হিসেবে মানানসই না। আগে থেকেই গল্প আঁচ করা যায়। মোট দৌর্ঘের এক-তৃতীয়াংশেই গল্প আটানো যায়। তবে গানগুলো অসাধারণ।

No comments:

Powered by Blogger.